Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

যে কথা স্ত্রীকে বলবেন না

সুখী দাম্পত্য জীবনের বৈশিষ্ট হলো স্বামী-স্ত্রীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখা। তবে স্বামী-স্ত্রীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হলেও কিছু বিষয় আছে, যা সঙ্গীর সঙ্গে...
Homeদেশজুড়েকয়েল জ্বালাতেই বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৬

কয়েল জ্বালাতেই বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ডহরগাও এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। রাত ১২টার দিকে দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। তারা হলেন- মো. বাবুল (৪৭), শেলি (৩৬), মো. সুয়েল (২২), মুন্নি (২০), মো. ইসমাইল (১৬) ও তাসলিমা (১৩)।

দগ্ধদের একজন স্বজন জানান, তারা রূপগঞ্জের হকিরা ফ্যাশনে পোশাক শ্রমিকের কাজ করতেন। থাকতেন এক রুমে। কাজ শেষে বাসায় ফিরে মশার কয়েল জ্বালাতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারণা করছি, লাইনের গ্যাস লিকেজের কারণে ঘরে গ্যাস জমে ছিল আগে থেকেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নারী ও শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছে। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বার্ন ইনস্টিটিউটের এক চিকিৎসক জানিয়েছেন, তাদের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।